৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

বরিশাল জেলাকে ‘লকডাউন’ ঘোষণা

আপডেট: এপ্রিল ১২, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

করােনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরােধে বরিশাল জেলাকে লকডাউন করা হয়েছে।
জেলা প্রশাসন সন্ধ্যায় এই সংক্রান্ত গনবিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

এরফলে জাতীয় ও আঞ্চলিক সড়ক মহাসড়ক ও নৌপথে অন্য কোন জেলা হতে কেউ এ জেলায় প্রবেশ করতে কিংবা এ জেলা হতে অন্য কোন
জেলায় যেতে পারবে না। জেলার অভ্যন্তরে আন্তঃ উপজেলা যাতায়াতের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
এছাড়া সকল ধরণের গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে।
তবে জরুরী পরিসেবা, চিকিৎসা সেবা, কৃষি পণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ,বিদ্যুৎ, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ব্যাকিং সেবা, মােবাইল ব্যাকিং, ঔষধ শিল্প সংশ্লিষ্ট যানবাহন ও কর্মী ইত্যাদি এবং
সরকার কর্তৃক সময়ে সময়ে ঘােষিত অন্যান্য জরুরী পরিসেবা এর আওতা বহির্ভুত থাকবে।

এই আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বরিশালে আজ দুইজনের করোনা পজেটিভ সনাক্ত হওয়ার খবর দিয়েছে জেলা প্রশাসন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network