২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

নির্বাচনে থাকছেন সাদিক আবদুল্লাহ

আপডেট: ডিসেম্বর ১৮, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মনোনায়নপত্র বাতিল করে নির্বাচন কমিশনের দেওয়া আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট।

তার করা রিটের শুনানি নিয়ে সোমবার (১৮ ডিসেম্বর) বিচারপরিত আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মো.খুরশীদ আলম খান।

তিনি জানান, নির্বাচন কমিশনের আদেশ স্থগিত করেছেন। ফলে সাদিক আবদুল্লাহ নির্বাচনে থাকছেন বলে জানিয়েছেন তার আইনজীবী।

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তার প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছিলেন আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুক।

শুক্রবার (১৫ ডিসেম্বর) নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সিটির সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)।

পরে এ আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সাদিক আব্দুল্লাহ।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network