১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

ভাইয়ের সঙ্গে অশ্লীল ছবি প্রকাশ করে বিতর্কিত সারা

আপডেট: মার্চ ৯, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

বছর দুয়েক আগে সাইফ আলী খানের মেয়ে সারা আলী খানের বলিউড অভিষেক হয়েছে। হাতে গুনে কয়েকটি সিনেমাতে অভিনয় করেই অভিনয় জগতে নিজেকে চিনিয়েছেন সারা। সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাকটিভ সারা। ভক্তদের সঙ্গে সব সময় যোগাযোগ রাখেন নানা ছবি পোস্ট করে ও নিজের অনুভূতি শেয়ার করেন।

কিন্তু এবার একটি ছবি পোস্ট করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন সারা আলী খান। তার ভাই ইব্রাহিম আলী খানের সঙ্গে বিকিনি পরা কয়েকটি ছবি পোস্ট করেছেন সারা। সম্প্রতি ১৯ বছরে পা রেখেছেন ইব্রাহিম। তার জন্মদিন উপলক্ষে এই ছবি পোস্ট করেন নায়িকা।

জানা যায়, মালদ্বীপে ছুটি কাটাতে গিয়ে সারা ও ইব্রাহিমের এই ছবি তুলেছিলেন। ভাইয়ের জন্মদিনে কাছে নেই সারা আলি খান। তাই ভাইকে মিস করে মালদ্বীপের পুরনো ছবি শেযার করেন সাইফ-কন্যা। আর এই ছবি সামনে আসতেই সারাকে লাজলজ্জাহীন মহিলা বলে কটাক্ষ করতে শুরু করেন নেটিজেনরা।

আবার কেউ বলতে শুরু করেন, লজ্জা কি বিক্রি করে দিয়েছেন সারা? ভাইয়ের সঙ্গে কেউ এমন অশ্লীল ছবি তোলে। কেউ কেউ বলছেন ভাই-বোনের পবিত্র সম্পর্ককে কলুষিত করছেন সারা। যদিও এখনো সমালোচনার মুখে কোনও মন্তব্য করেননি সারা আলি খান।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network