১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার

পটুয়াখালী ডিসি অফিসের সার্ভেয়ার মোশারফ ও তার দুই বউ এর নামে অবৈধ সম্পদের সন্ধান।

আপডেট: মার্চ ৫, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

১ম পর্ব,
স্টাফ রিপোর্টারঃ
অভিযোগ রয়েছে পটুয়াখালী ডিসি অফিসের ভূমি অধিকরণ শাখা (এল/এ) সার্ভেয়ার মোশারফ নিজের এবং তার দুই বউ এর নামে বেনামে জ্ঞাত বহিভূত সম্পদ সম্পত্তির অভিযোগ পাওয়া গেছে, প্রাথমিক অনুসন্ধান শেষে জানা যায় তিনি দীর্ঘ ২০ বছরের উপরে বিভিন্ন ডিসি অফিসে সর্বশেষ পটুয়াখালী ডিসি অফিসে কর্মরত আছেন। গোপন সূত্রে জানা যায় তার দুই বউয়ের নামে বেনামে কয়েক কোটি টাকার সম্পদের সন্ধান মিলেছে, তার সহযোগী কানুনগো ফজলু এল/এ শাখা বর্তমানে এস/এ শাখায় বদলি হলেও এল/এ শাখায় তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং কানুনগো ইব্রাহিম ও শহিদুল দুজনই এল/এ শাখায় কর্মরত আছেন এদের সহযোগিতায় বিগত আওয়ামীলীগ সরকারের আমলে সরকারি খাস জমি বিক্রয় করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন এবং মোশারফ তার টাকা দিয়ে নিজের দুই বউয়ের নামে বরিশালে এবং পটুয়াখালীতে নামে বেনামে কয়েক কোটি টাকার সম্পদের মালিক বনে গেছেন।মোশারফ ছাড়াও আরো ৫-৬ এল/এ শাখার সার্ভেয়ার এর সঙ্গে জড়িত তাদের নাম যথাক্রমে প্রকাশ করা হবে। জানা যায় তার এক বউ পটুয়াখালী আর এক বউ বরিশালে থাকে তিনি প্রতি সপ্তাহে বরিশাল যাতায়াত করেন। দুই বউয়ের সাথে তিনি আলিশান জীবনযাপন করে থাকেন, গোপন সূত্রে আরো জানা যায় বর্তমানেও মোশারফ তার ঘুষ বাণিজ্য চালিয়ে যাচ্ছে।
দ্বিতীয় পর্বে তার সমস্ত সম্পদে ফিরিস্তি নিয়ে আসা হবে এবং পটুয়াখালী ডিসি মহোদয় ও বিভাগীয় কমিশনার বরাবর অভিযোগ দাখিল করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network