আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৫
স্টাফ রিপোর্টারঃ
১ম পর্ব,
অভিযোগ রয়েছে পটুয়াখালী ডিসি অফিসের ভূমি অধিকরণ শাখা (এল/এ) কানুনগো এবং সার্ভেয়ার দের নামে বিভিন্ন অনিয়ম,দুর্নীতি, জ্ঞাত বহিভূত সম্পদ সম্পত্তি এবং ঘুষ বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে, প্রাথমিক অনুসন্ধান শেষে জানা যায় এখানে প্রত্যেক কানুনগো এবং সার্ভেয়ারদের নামে বিগত আওয়ামী সরকারের আমলে জ্ঞাত বহিভূত সম্পদ সম্পত্তি অর্জন এবং দুর্নীতি এবং ঘুষ বাণিজ্যের মাধ্যমে প্রত্যেকে কোটিপতি বনে গেছেন।প্রথম পর্বে আপাতত কানুনগো এবং সার্ভেয়ার দের নাম প্রকাশ করা হলো যথাক্রমে, কানুনগো ফজলুর রহমান এল/এ শাখায় কর্মরত ছিলেন বর্তমানে এস/এ শাখায় পদমর্যাদা হয়েছে কিন্তু সে এখনো এল/এ শাখায় কাজ করে চলছে,কানুনগো ইব্রাহিম এল/এ শাখা, কানুনগো শহিদুল এল/এ শাখা,সার্ভেয়ার আসাদ এল/এ শাখা,সার্ভেয়ার আবুল কালাম এল/এ শাখা,সার্ভেয়ার মুজিবর এল/এ শাখা,সার্ভেয়ার নাজমুল এল/এ শাখা,সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার সাদ্দাম সহ আরো বেশ কয়েকজন এই দুর্নীতির সঙ্গে জড়িত । দ্বিতীয় পর্বে ছবিসহ প্রকাশিত হবে।
২য় পর্ব আসছে…….