আপডেট: জানুয়ারি ৭, ২০২৫
স্টাফ রিপোর্টারঃ সাবেক কলাপাড়া বর্তমান দশমিনা ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ আনোয়ারুল ইসলাম এর নামে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে টাকা উপার্জনসহ অবৈধ সম্পদের সন্ধান পাওয়া গিয়েছে। জানা যায় প্রায় বিশ বছর ধরে বিভিন্ন ডিসি অফিসের সার্ভেয়ার হিসেবে কাজ করে আসছে। বর্তমানে তিনি দশমিনা ভূমি অফিসে সার্ভেয়ার হিসেবে কর্মরত আছেন এর আগে তিনি কলাপাড়া ভূমি অফিসে,পটুয়াখালী ডিসি অফিস,বরিশাল ডিসি অফিস ,ভোলায় ডিসি অফিসে ভূমি অধিকরণ শাখায় কর্মরত ছিলেন। বিভিন্ন সময় অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে আওয়ামীলীগ সরকারের আমলে কয়েক কোটি টাকার মালিক বনে গেছেন।বিগত আওয়ামীলীগ সরকার থাকাকালীন সময়ে শহীদ আব্দুর রব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের একই জমি দুইবার অধিকরণ করে বিপুলসংখ্যক টাকা হাতিয়ে নিয়েছেন, কলাপাড়ায় ভূমি অফিসে লতা চাপলি মৌজা লুচ খতিয়ানে সরকারি জমি বিভিন্ন ব্যক্তির নামে নামজারিতে এবং রেকর্ড দুর্নীতির অভিযোগ রয়েছে,পটুয়াখালী এল/এ শাখায় চাকরি করা অবস্থায় ঘুষ বাণিজ্যের মাধ্যমে বিপুল টাকা আত্মসাৎ করেন, সরেজমিনে গিয়ে দেখা যায় বরিশাল ১ নং পোলের নিকটস্থ পাঁচতলা বিশিষ্ট আলিশান ভবন রয়েছে,।তবে প্রশ্ন থেকেই যায় তিনি কিভাবে এত সম্পদের মালিক হলেন। এই বিষয়ে তার কাছে জানতে চাইলে বারবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।