১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

শীতে আগুন পোহাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধার

আপডেট: ডিসেম্বর ২৬, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

তীব্র শীতে ঘরে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহানোর সময় অগ্নিদগ্ধ হয়ে মমিতা বেওয়া (৬৬) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (২৫ ডিসম্বের) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের ভোমরাদহ গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া মমিতা বেওয়া ওই গ্রামের দিনমজুর মৃত সিরাজুল ইসলামের স্ত্রী।

ভোমরাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হিটলার হক বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, মমিতা বেওয়া গ্রামের রাস্তার পাশের একটি খড়ের চালার মাটির ঘরে একাই বাস করতেন। দিনের বেলায় বিভিন্ন বাড়িতে চেয়ে-চিন্তে খাবার জোগাড় করে সন্ধ্যার আগে ঘরে ফিরতেন। এলাকায় শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় সন্ধ্যার বেশ আগেই ঘরে ঢুকে পড়েন এবং প্রতিদিনের মত খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে থাকেন।

সন্ধ্যা ৬টার দিকে খড়ের আগুন থেকে মমিতা বেওয়ার ঘরে আগুন লেগে গেলে তিনি অগ্নিদগ্ধ হন। আগুন দেখে প্রতিবেশীরা তাকে উদ্ধার করতে গিয়েও ব্যর্থ হন। পরে ঘরের ভেতরে থাকা মমিতা বেওয়া আগুনে পুড়ে মারা যান।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network