৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

করোনা ভাইরাস’র ওষুধ তৈরির গবেষনা করছে বাবুগঞ্জের যুবক সিরাজ !!

আপডেট: এপ্রিল ৫, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

মাসুদ রানা,বরিশাল:
করোনা ভাইরাস’র ওষুধ তৈরির গবেষনা করছে বাবুগঞ্জের যুবক সিরাজ। একটি ঔষধি গাছের নির্যাস দিয়ে তৈরি করা ওষুধ করোনা ভাইরাস রোগির শরীরে যতোগুলো লক্ষণ আছে তা ভালো হয় বলে দাবি করছেন এ যুবক। ইতোমধ্যে জ¦র-গলাব্যাথা-শ্বাসকষ্ট-কাশি এ জাতীয় রোগিকে খাওয়ানোর পরে সবাই শতভাগ ভালো হয়েছে এমনটাই তথ্য দেন এ প্রতিবেদকের কাছে। তার আগে নিজের শরীরের মাংস পেশি ও ভেইন(রগ) এ সিরিঞ্জ দিয়ে ওষুধটি একাধিকবার পুশ করে নিয়েছেন । তাতে কোন ক্ষতি বা পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করেননি । তারপরে জ¦র-গলাব্যাথা-শ্বাসকষ্ট-কাশি’র রোগিকে খাইয়েছিলেন । তারা সবাই ১২ থেকে ৪৮ ঘন্টার মধ্যে সুস্থ হয়েছে। তবে সরাসরি করোনা ভাইরাসের জন্য কাজ হবে কিনা কিংবা কোন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে বলেন,বরিশালের বেশ কয়েকটি ওষুধ কোম্পানি, বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ড.বাসুদেব স্যার ও সিভিল সার্জন স্যারের সাথে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করেছি। সব জায়গা থেকে পরামর্শ এসেছে ঢাকা সাইন্স ল্যাবরোটরীতে টেষ্ট করানোর জন্য। যোগাযোগ ব্যবস্থা সচল হলে পরীক্ষা পরীক্ষা করানোর জন্য ঢাকা যাবো। সেখানের রেজাল্ট পাওয়ার পরে তিনি শতভাগ নিশ্চিয়তা দিতে পারবেন মত প্রাকশ করেন। খোজ নিয়ে জানা যায়,সিরাজ হোসেন (২৩) বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের পূর্ব-রহমতপুর এলাকার তোফাজ্জেল হোসেনের ছেলে। এসএসসি পর্যন্ত পড়ালেখা করা এ যুবক ১২ বছর যাবৎ হারবাল ওষুধের ওপর গবেষনা কাজে সাধনা করে আসছে। তার আপন চাচা মরহুম মোশারেফ’র কাছ থেকে এ কাজের হাতেখড়ি । তার চাচাও এ পেশায় নিয়োজিত ছিলো বলে বরিশাল পিপলসকে জানায় সিরাজ হোসেন। করোনা ভাইরাসের ওষুধ তৈরির বিষয়ে এ প্রতিবেদককে আরো বলেন,সমস্থ পৃথিবীতে যে মহামারি শুরু হয়েছে তাতে আমার স্থান থেকে আমি চেষ্টা করছি করোনা ভাইরাস প্রতিরোধের জন্য কোন ওষুধ তৈরি করা যায় কিনা। অনেকে হয়তো আমার প্রচেষ্টা নিয়ে হাসাহাসি করছে। তাতে আমার কোন দু:খ নেই। কারন আল্লাহতায়ালা গাছের ভিতর আমাদের মানব জাতির রোগ মুক্তির অনেক ওষুধ রেখেছেন। একই সাথে সিরাজ হোসেন বলেন,বরিশালের ডিসি স্যার যদি আমার তৈরি এ ওষুধটি পরীক্ষা করানোর ব্যবস্থা করে দিতেন তাহলে ভালো হতো। কারন দ্বায়িত্বশীল যাদের কাছেই আমার এ বিষয়টি নিয়ে গিয়েছি সবাই অবহেলার সুরে দেখছে। এসব কাজে সফলতা দেখতে হলে রাষ্ট্রীয় সহযোগিতার হাত এগিয়ে আসা প্রয়োজন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network