আপডেট: এপ্রিল ২, ২০২০
সকাল ৯টা। রাজধানীর সাইন্সল্যাবের রোডে প্রাইভেট কার, মোটরসাইকেল ও রিকশার যানজট লেগে আছে। তাদের পথরোধ করে দাঁড়িয়ে আছে একদল পুলিশ সদস্য। কয়েকজনের হাতে লাঠি।
অন্যান্যদিন নানা অজুহাতে গাড়ি চলতে দেখা গেলেও আজ (বৃহস্পতিবার) সকাল থেকে সিংহভাগ গাড়িই ফিরে যেতে বাধ্য করছিলেন পুলিশ বাহিনীর সদস্যরা।
মোটরসাইকেল বা রিকশায় একজনের বেশি দেখলেই তাদের নেমে যেতে বাধ্য করছিলেন। মতিঝিল এলাকার একজন ব্যাংকার রিকশা নিয়ে গন্তব্যে যাচ্ছিলেন। এ সময় তাকে পুলিশ সদস্যরা রিকশা থেকে নামিয়ে দিলে তিনি পুলিশ অফিসারকে গিয়ে বলেন তার কাছে ব্যাংকের ভল্টের চাবি, তাকে যেন যেতে দেয়া হয়। কিন্তু পুলিশ কর্মকর্তা সাফ জানিয়ে দিলেন রিকশা করে যেতে দেওয়া হবে না।
মিটফোর্ড হাসপাতালে একজন টেকনোলজিস্ট তাকে রিকশা নিয়ে যাওয়ার জন্য অনুনয় বিনয় করছিলেন কিন্তু তাকে ফিরিয়ে দেয় পুলিশ। খাদ্য পণ্যবাহী গাড়িতেও একাধিক লোক থাকলে তাদেরও ফিরিয়ে দিচ্ছিলেন তারা।
নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ সদস্য জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আজ থেকে তারা মাঠে কঠোর হবেন। প্রয়োজনে মামলা দায়ের করা হবে।