২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

এক সপ্তাহের মধ্যেই পাকিস্তান সফরের নিশ্চয়তা!

আপডেট: ডিসেম্বর ৯, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

বাংলাদেশ পাকিস্তানে যাবে কি যাবে না- এখন পর্যন্ত সে সিদ্ধান্তই নেয়নি। কারণ, পাকিস্তানে পাঠানো নিরাপত্তা পর্যবেক্ষক দলের রিপোর্টের ওপরই নির্ভর করছে। যদিও এরই মধ্যে পাকিস্তানি মিডিয়া রিপোর্ট প্রকাশ করেছে, বাংলাদেশকে তারা নাকি করাচিতে একটি দিবা-রাত্রির টেস্ট ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে।

তবে পাকিস্তানের এই দাবি সম্পর্কে আনুষ্ঠানিক কোনো মন্তব্য এখনও দেয়নি বিসিবি। তবে, বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন ক্রিকইনফোকে জানিয়েছেন, এক সপ্তাহের মধ্যেই তারা নিশ্চিত হয়ে যাবেন, আগামী জানুয়ারিতে পাকিস্তান সফরে যেতে পারবে কি না।

পাকিস্তান সফরে বাংলাদেশ যাবে কি যাবে না, তা মূলতঃ সরকারী সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে। এ ক্ষেত্রে সরকারের নিরাপত্তা পর্যবেক্ষণ রয়েছে। সঙ্গে বিসিবির পাঠানো নিজস্ব নিরাপত্তা পর্যবেক্ষক দলের রিপোর্টও সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে দারুণ ভূমিকা রাখবে।

বিসিবি প্রধান নির্বাহীর কাছে করাচিতে বিদা-রাত্রির টেস্ট ম্যাচ খেলার ব্যাপারে পিসিবির প্রস্তাবের বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘দিবা-রাত্রির টেস্ট ম্যাচ খেলার বিষয়টি এখনও আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় নয়। এটা সেকেন্ডারি। আমাদের কাছে মূল বিষয় হচ্ছে, পাকিস্তান সফরে আমরা যাচ্ছি কি না, সেটা।’

তিনি আরও বলেন, ‘দিবা-রাত্রির টেস্ট ম্যাচ খেলার প্রস্তাব নিয়ে আলোচনার আগে আমাদের কাছে মূল বিষয় হচ্ছে পাকিস্তান ফরে যেতে পারবো কি পারবো না তা নিয়ে সরকারের নির্দেশনা কি সেটা জানা। কারণ, পাকিস্তানে নিরাপত্তাটা অনেক বড় একটি বিষয়। এ কারণে, সরকারের অনুমতিটাই আমাদের কাছে বড়। আমাদেরকে আগে দেখতে হচ্ছে, এই সফরে যেতে পারছি কি না।’

এ সপ্তাহের মধ্যেই সব নিশ্চিত হয়ে যাবে বলে মনে করেন বিসিবির প্রধান নির্বাহী। তিনি বলেন, ‘চলতি সপ্তাহের মধ্যেই আশা করি সব কিছু নিশ্চিত হয়ে যাবে। কারণ, আমাদের হাতে খুব বেশি সময়ও বাকি নেই। সূচি অনুযায়ী, এই সফরটা আগামী মাসেই।’

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network