আপডেট: মার্চ ২১, ২০২০
নারায়ণগঞ্জ শহরে করোনার ঝুঁকি এড়াতে জনসমাগম কমাতে মাঠে নেমে মহড়া দিয়েছে র্যাব-১১। শহরের রাস্তায় র্যাব সদস্যদের মোটরসাইকেলযোগে মহড়া দিয়ে তৎপরতা চালাতে দেখা যায়।
বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ৮টায় শহরের বঙ্গবন্ধু সড়ক, চাষাঢ়া শহীদ মিনার, চাষাঢ়া গোল চত্বরের আশপাশসহ এলাকায় অতিরিক্ত লোক সমাগম কমাতে র্যাবের বিশেষ টিম অভিযান চালায়।
jagonews24
র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন বলেন, করোনার ঝুঁকি এড়াতে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জনসমাগম এড়াতে বারবার মানুষকে অনুরোধ করার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ দিয়েও কাজ হচ্ছে না। মানুষ ও ছাত্রছাত্রীরা শহরের বিভিন্ন স্থানে জটলা করে কাজ না থাকা সত্ত্বেও আড্ডা দিচ্ছে। মানুষের এই সমাগম কমিয়ে করোনা ঝুঁকি রোধে সরকারি নির্দেশনায় আমরা মাঠে অবস্থান নিয়েছি।
jagonews24
তিনি আরও বলেন, এখন থেকে প্রয়োজন ছাড়া কাউকে বাইরে অবস্থান করতে দেয়া হবে না। করোনার ঝুঁকিকালীন অযথা বাইরে ঘোরাঘুরি করলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আমরা সবাইকে প্রাথমিকভাবে সচেতন করছি।