আপডেট: মার্চ ২০, ২০২০
করোনা পরিস্থিতিতে পুঁজি করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রচেষ্টাকে কঠোর হস্তে দমন করার লক্ষ্যে বরিশালে ভ্রাম্যমাণ আদালত চালানো হয়েছে।শুক্রবার(২০ মার্চ)দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.সাইফুল ইসলামের নেতৃত্বে এ আদালত পরিচালিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়,নগরের ফরিয়াপট্টিতে বাজার মনিটরিংয়ের সময় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রয়কারী তিনটি দোকানে মূল্য তালিকা না থাকা এবং অধিক দামে দ্রব্য বিক্রির দায়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম বলেন,অভিযানের পাশাপাশি করোনা ভাইরাস নিয়ে উদ্বেগজনক পরিস্থিতির সুযোগ নিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি না করা এবং অন্যায্য মুনাফা না করার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হচ্ছে।