২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

ঘরোয়া সব খেলা স্থগিতের নির্দেশ ক্রীড়া প্রতিমন্ত্রীর

আপডেট: মার্চ ১৭, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

রোববার বিকেলে স্কুল হকির ফাইনাল শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেছিলেন, ‘কিছুদিনের জন্য খেলা স্থগিত রাখার প্রয়োজন।’

এ নিয়ে তিনি দেশের প্রধান দুই খেলা ফুটবল ও ক্রিকেটের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছিলেন। তবে আলাদা করে কথা বলে নয়, আজ (সোমবার) সব ফেডারেশন ও সংস্থার প্রতিনিধিদের নিয়ে এক সভায় নির্দেশনা দিয়েছেন যাতে ঘরোয়া ও আন্তর্জাতিক সব খেলা স্থগিত করে দেয়া হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে মুজিবর্ষের খেলাধুলার কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা সভায় ক্রীড়া প্রতিমন্ত্রী ফেডারেশনগুলোকে এ নির্দেশনা দেন।

সভা শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, ‘করোনাভাইরাসের কারণে স্কুল-কলেজ বন্ধ করে দেয়া হয়েছে। সেখানে খেলাধুলা চালিয়ে যাওয়ার অর্থ হয় না। সিদ্ধান্ত নিয়েছি, ৩১ মার্চ পর্যন্ত ঘরোয়া এবং ৩০ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক খেলাধুলা বন্ধ রাখার। আমি ইতিমধ্যে বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে কথা বলেছি। বাফুফে চলমান স্কুল ফুটবল আজ থেকেই বন্ধ করবে এবং প্রিমিয়ার লিগও বন্ধ করবে। ক্রিকেট বোর্ডের সভাপতি বিষয়টি নিয়ে বসবেন আজই।’

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network