আপডেট: মার্চ ১৫, ২০২০
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ১৫ জন।
আজ শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার কাকডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে- বরিশাল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী রাজীব পরিবহন ও গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা রড বোঝাই একটি ট্রাক কাকডাঙ্গা এলাকায় আসলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘট্নাস্থলেই তিনজন মারা যান। পরে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান।
নিহতদের মধ্যে মাদারীপুরের শানের বাজার গ্রামের লিয়াকত শেখেরৈ কন্যা সন্তান রাফিজা আক্তার (৪), ইসলামী ব্যাংকের ঢাকা শাখার কর্মকর্তা আব্বাস উদ্দিন (৪৫) রয়েছেন। বাকিদের পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাগেরহাট কার্যালয়ের উপসহকারী পরিচালক গোলাম সরোয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, ‘আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে এরই মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।’