আপডেট: নভেম্বর ৩, ২০২৪
১ম পর্ব…….
স্টাফ রিপোর্টারঃবরিশাল ডিসি অফিসের ভূমি অধিকরণ শাখার সার্ভেয়ার মোঃ আবু হানিফ এর নামে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে টাকা উপার্জনসহ অবৈধ সম্পদের সন্ধান পাওয়া গিয়েছে। জানা যায় প্রায় ১৫ বছর ধরে হানিফ বরিশাল ডিসি অফিসের সার্ভেয়ার হিসেবে কাজ করে আসছে। এর আগে তিনি নলসিটিতে কর্মরত ছিলেন। বিভিন্ন সময় অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে আওয়ামীলীগ সরকারের আমলে কয়েক কোটি টাকার মালিক বনে গেছেন।সরেজমিনে গিয়ে দেখা যায় বরিশাল বগুড়া রোডে খামার বাড়ির সামনে তার একটি ছয়তলা বিশিষ্ট আলিশান ভবন রয়েছে,শুধু তাই নয় ব্রান্ড কম্পাউন্ড রোডে ৬ তলা বাড়ি রয়েছে,মহিলা হোস্টেলের সামনে তার আড়াই শতাংশ জমি রয়েছে,রসুলপুর চড়ে তার তিনতলা বাড়ি রয়েছে,বাউফলের মদনপুর এ নিজ এলাকায় ব্যাপক জমির সন্ধান পাওয়া গেছে,সরকারি চাকরির পাশাপাশি নিয়ম বহিভূতভাবে একটি এনজিওর পার্টনার, ঢাকা মাটিকাটায় তার নিজের ফ্লাট রয়েছে, রুপাতলী অপ্সোনিনের মধ্যে বজলুর রারীর সাথে পার্টানারে জমি ক্রয়,কায়ার চড়ে সরকারি খাস জমি নামে বেনামে জাল জালিয়াতির মাধ্যমে বিক্রয়। তার সমস্ত সম্পত্তি হিসাব অনুযায়ী সে প্রায় ২৫ থেকে ৩০ কোটি টাকার মালিক।একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী, যেহেতু তিনি এখনো অবসরে যাননি তারপরেও সে কিভাবে এত সম্পত্তির মালিক হন।তার সঙ্গে তার অফিসের বেশ কয়েকজন সহকর্মী জড়িত এই বিষয়ে তদন্ত চলছে শীঘ্রই তাদের নাম প্রকাশ করা হবে। এ বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি মীমাংসা করার জন্য বলেন এবং অনেককে টাকা পয়সার মাধ্যমে মুখ বন্ধ করে রেখেছেন।তবে প্রশ্ন থেকেই যায় তিনি কিভাবে এত সম্পদের মালিক হলেন। এই বিষয়ে জানতে চাইলে তিনি কোন উত্তর দিতে পারেননি।
দ্বিতীয় পর্ব আসছে…….