৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

ফেসবুকে প্রেম, বাড়ি থেকে অন্যের স্ত্রীকে তুলে নিয়ে গেল প্রেমিক

আপডেট: ডিসেম্বর ২৬, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

স্ত্রীকে অপহরণের অভিযোগে পরকীয়া প্রেমিকের বিরুদ্ধে মামলা করেছেন এক অসহায় স্বামী। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে থানায় এ মামলা করা হয়।

এর আগে সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে নেত্রকোনার দূর্গাপুর উপজেলা সদরের উত্তরপাড়া এলাকায় এ অপহরণের ঘটনা ঘটে। তিনদিন পেরিয়ে গেলেও স্ত্রীকে ফিরে পাননি স্বামী।
মামলার এজাহারে তিনি উল্লেখ করেছেন, দূর্গাপুর উপজেলার ব্যবসায়ী হারাধন সরকারের ছেলে আকাশ সরকারের (২৫) সঙ্গে ২০১৩ সালে দূর্গাপুর কলেজ মোড় এলাকার অশোক পন্ডিতের মেয়ে স্বর্ণা পন্ডিতের (২৩) বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে তিন বছরের এক পুত্র সন্তান রয়েছে। কয়েক মাস আগে ফেসবুকের মাধ্যমে স্বর্ণা পন্ডিতের সঙ্গে বন্ধুত্ব হয় নেত্রকোনা শহরের বারহাট্টা রোডের আব্দুর রাজ্জাকের ছেলে ফয়সাল আহাম্মেদ সাদ্দামের (৩২)।

এর ফাঁকে বিভিন্ন সময় ফোন করে আমার স্ত্রী স্বর্ণাকে প্রেমের প্রস্তাব ও বিয়ের প্রলোভন দেখায় সাদ্দাম। ২৩ ডিসেম্বর দুপুরে বাড়ির লোকজনের অনুপস্থিতিতে কয়েকজন সহযোগী নিয়ে আমার স্ত্রী স্বর্ণাকে মাইক্রোবাসযোগে অপহরণ করে নিয়ে যায় সাদ্দাম। এ ঘটনায় সাদ্দাম ও তার ২-৩ জনকে সহযোগীকে আসামি বৃহস্পতিবার অপহরণ মামলা করা হয়।

দূর্গাপুরের ব্যবসায়ী হারাধন সরকার জানান, পুত্রবধু অপহরণের আগে থেকে ফেইসবুকের মাধ্যমে আসামীর সাথে যোগাযোগ ছিল। কিছুদিন আগে তার পুত্রবধু ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকা উত্তোলন করে নিজের কাছে রেখে দেয়। এই টাকা এবং তিন ভরি স্বর্ণলংকার নিয়ে ২৩ ডিসেম্বর থেকে নিখোঁজ হয়। এরপর মোবাইল ফোনের মাধ্যমে অপহরণের বিষয়টি নিশ্চিত হয়ে থানায় প্রথমে জিডি করি। জিডি ছাড়াও থানায় অভিযোগ করা হয়েছে বলেও জানান তিনি।

দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি মামলা দায়েরের কথা স্বীকার করে বলেন, অপহৃতাকে উদ্ধার এবং অপহরণকারী গ্রেফতারের চেষ্টা চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network