৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

বৃদ্ধা মাকে গলা কেটে হত্যা করল ছেলে

আপডেট: ডিসেম্বর ২৬, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

জামালপুরের সরিষাবাড়ীতে ছালেহা বেগম (৬২) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে তার ছেলে মাসুদুর রহমান (২৫)। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার ডোয়াইল পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ছালেহা বেগম একই গ্রামের মৃত হাতেম আলীর স্ত্রী। এ ঘটনায় ঘাতক ছেলে মাসুদুর রহমানকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাফেজ মাসুদুর রহমান শীতকালে কিছুটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। বুধবার (২৫ ডিসেম্বর) রাতে আয় উপার্জন না করায় বেকার ছেলের সঙ্গে তার মায়ের বাগবিতণ্ডা হয়। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে হঠাৎ খাবার ঘরে মায়ের ওপর আক্রমণ করে ধারালো ছুড়ি দিয়ে গলা কেটে হত্যা করে ছেলে। পরে স্থানীয়রা ছেলেকে আটক করে পুলিশে খবর দেয়।

সরিষাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান জানান, ঘাতক মাসুদ মাকে হত্যার দায় স্বীকার করেছে। তবে কেন হত্যা করেছে তার কারণ বলেনি। নিহত বৃদ্ধার মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network